• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

এক বছর পর সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২৩, ১০:৫০
এক বছর পর সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

সম্মেলনের এক বছরের মাথায় সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।

এতে সব মিলিয়ে বিভিন্ন পদে ১৫১ জনের নাম রয়েছে। এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আরও ৯১ জন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ২৯ মার্চ সম্মেলন করে সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেছিলেন কাউন্সিলরা। গতকাল কমিটিকে পূর্ণাঙ্গ করে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, গত জুন মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট বিপর্যস্ত ছিল। এ সময়টাতে জেলা বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির সহযোগিতায় জেলাজুড়ে ব্যাপকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর বিভাগীয় গণসমাবেশ আয়োজনে জেলা বিএনপির নেতাদের ব্যস্ত থাকতে হয়েছে। ফলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সংগঠন মনোযোগ দিতে পারেনি।

এর আগে গত বছরের ২৯ মার্চ সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলদের ভোটের মাধ্যমে তিন শীর্ষ পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উদ্বোধন করেন। পরে বেলা দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। কাউন্সিলে ভোটার ছিলেন ১ হাজার ৮১৮ জন। এর মধ্যে ভোট পড়ে ১ হাজার ৭২৬টি। সম্মেলনে আবদুল কাইয়ুম চৌধুরী সভাপতি, এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক ও মো. শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বিএনপির ঘোষিত কমিটিতে দেখা গেছে, ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ছাড়াও ৯১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাহী কমিটিতে ২০ জন সহসভাপতি, ১২ জন যুগ্ম সম্পাদক এবং ৫ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। কমিটিতে কোষাধ্যক্ষ ছাড়াও ৩১ জন সম্পাদকীয় পদে ঠাঁই পেয়েছেন। অন্যরা সহসম্পাদক ও সদস্য পদে রয়েছেন। ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে ৭ জন নারী এবং ১ জন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের ব্যক্তি ঠাঁই পেয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার
বিএনপি-জামায়াতপন্থি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান