জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ
রাজধানীতে সোমবার (৫ জুন) বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পায়নি জামায়েত ইসলামী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল অফিস খোলা থাকায় বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হবে না। জামায়াতের আইনজীবী নেতা সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমরা জানতে পেরেছি যে, জামায়াত বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এই কর্মসূচি ঘিরে তারা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তাছাড়া সোমবার অফিস-আদালত খোলা। মানুষ অফিস আদালতে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে। এখন এদিক বিবেচনা করে ডিএমপি কমিশনার সমাবেশের অনুমতি দেননি।
তিনি বলেন, এখন জামায়ত যদি পুলিশের কথা অমান্য করে, পুলিশের কথা না শুনে জোর করে আইনশৃঙ্খলা বিঘ্ন করে জানমালের ক্ষতি করে বিক্ষোভ করতে চাই সেক্ষেত্রে পুলিশ আইনগত প্রক্রিয়ায় যা করার তাই করা হবে। প্রয়োজনে কঠোর অ্যাকশন নেওয়া হবে।
মন্তব্য করুন