অবস্থান কর্মসূচি : বিএনপির কোন নেতা কোথায় রয়েছেন
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে এই অবস্থান কর্মসূচিতে দলটির সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন। এ সময় দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টের তথ্যমেত, রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রাজধানীর বিএনএস সেন্টার, উত্তরার উল্টো দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এ ছাড়া গাবতলী এলাকায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মন্তব্য করুন