বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন কানাডার আদালত। এ নিয়ে অভিবাসনসংক্রান্ত মামলার রায়ে কানাডার আদালতে বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হলো। বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত খবরটি ভিত্তিহীন।
গত ১৫ জুন প্রকাশিত কানাডার ফেডারেল কোর্টের রায় পর্যালোচনা করে দেখা গেছে, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেনি। বরং রায়ে বলা হয়েছে, বিএনপি সন্ত্রাসবাদের সাথে যুক্ত বিশ্বাস করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।
২৬ পৃষ্ঠার রায় পর্যালোচনা করে দেখা যায়, রায়ের (৩) এবং (১৫) প্যারাগ্রাফে বিএনপি এবং সন্ত্রাসবাদ শব্দের উল্লেখ রয়েছে। তবে ওই দুটি প্যারাগ্রাফে বিএনপি সন্ত্রাসী সংগঠন বা বিএনপি সন্ত্রাসবাদে যুক্ত এমন কোনো বক্তব্য উপস্থাপন করেনি কানাডার আদালত।
নোট:
উক্ত বিষয়ে ভুল তথ্যের কারণে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ চিহ্নিত করলো কানাডার আদালত হিসেবে সংবাদ প্রকাশ হয়। সঠিক তথ্য জানার পরে আরটিভি অনলাইন সংবাদটি সংশোধন করে। একই সঙ্গে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বুম বাংলাদেশ’ বিষয়টি শনাক্ত করে।