ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ছাত্রদলের ৬ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ০৯:০০ এএম


loading/img
ফাইল ছবি

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছাত্রদলের ৬ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

তিনি বলেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান শুক্রবার সকালে আজিমপুরের নিজ বাসা থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বেআইনীভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। এ ধরণের অমানবিক ঘটনা এখন প্রতিদিন ঘটছে।

এ সময় অবিলম্বে ছাত্রদল নেতাদের সন্ধান ও মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |