• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

‘বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নোবেল পাওয়ার যোগ্য খালেদা জিয়া’

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৩, ১৬:৩৮
‘বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নোবেল পাওয়ার যোগ্য খালেদা জিয়া’
ফাইল ছবি

বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, খালেদা জিয়া বিএনপির দ্বিতীয় পিলার। জিয়াউর রহমানকে হত্যার পর খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছিলেন। তার প্রতি একটু শ্রদ্ধাবোধ থাকলে তাকে এভাবে মিথ্যা মামলায় জেলে আটক করে রাখতো না।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের জনগণের জবাবদিহিতা নিশ্চিত করেছিলেন। জনগণ চেয়েছিল বলেই তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করেছিলেন।

বিএনপির এই নেতা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কেউ যদি মনে করে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে তাহলে তারা স্বপ্নের ঘোরে আছে। বিএনপিকে মানুষ ভালোবাসে বলেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দিতে ভয় পায়।

দুদু বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্যই ডিজিটাল আইন করা হয়েছে। বিএনপি সত্য কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, অন্যায়ের প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। মানুষের মুখ বন্ধ রাখতেই ডিজিটাল আইন করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তারা মামলা করে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকারের জন্য। এখানে কোনো আপস নেই। এটাই শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতি। আর তারেক রহমানের নাম শুনলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝ রাতে ঘুম ভেঙে যায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে আরও সতর্ক হতে হবে: দুদু
বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
শঙ্কা ও সংকটে আ.লীগ, সম্ভাব্য সুদিন বিএনপির
পিকআপসহ ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপি নেতাসহ আটক ৯