ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

‘পুলিশ-আদালত দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৩৮ পিএম


loading/img

আ.লীগ সরকার আজকে পুলিশ, আদালত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে সমাবেশ ও মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, এই সরকার আজকে পুলিশ, আদালত, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। এটা কোনো সরকার নয়। এটা তাদের রাজত্ব। যা খুশি তাই করছে তারা। এই রাজত্ব বন্ধ করতে হবে। যার যার অধিকার বুঝিয়ে দিতে হবে। আমাদের ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ আমাদের কিছু দেবে না, আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের ভোটের অধিকার অর্জন করতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেগুলো আমরা সফল করব। আগামী দিনে আন্দোলনকে প্রচণ্ড গতিতে এগিয়ে নিয়ে যাব। ঝড়ের গতিতে আন্দোলন হবে। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। পরিচালনায় ছিলেন মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজ উদ্দীন আহমেদ, রফিকুল কবির, সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, সহসভাপতি ডা. মোহাম্মদ শহিদ হাসান, ডা. মোস্তাক করিম স্বপন, সাংবাদিক শহিদুল ইসলাম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ডা. সালাউদ্দিন, আইনবিষয়ক সম্পাদক ডা. মো. আতিকুল আলম ও সদস্য জাহানারা লাইজু প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |