ভোট বর্জনের আহ্বান রিজভীর
ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সব পর্যায়ের মানুষকে ভোট বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি।
-
আরও পড়ুন : ঢাকায় অবতরণ না করেই ফিরে গেল ১৩ বিমান
রিজভী বলেন, জোর করে জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না।
রিজভী আহমেদ জনগণের স্বার্থে, নাগরিক স্বাধীনতার স্বার্থে এবং মানুষের মৌলিক স্বাধীনতার স্বার্থে ভোট বর্জন করার আহ্বান জানান।
-
আরও পড়ুন : ঢাবির কার্জন হলে ছাত্রলীগের জন্মদিন উদযাপন
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা কফিল উদ্দিন আহমেদ, যুবদলের নেতা জসিম সিকদার রানা, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়ালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন