ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ , ০৩:১০ পিএম


ঝিনেইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি
ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরের দুটি স্থানে একই সময়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী ও সমর্থকরা নির্বাচনী সভার আহ্বান করায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে শহরের ওয়াজীর আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে এ নির্দেশ জারি করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শহরে একই সময়ে পৃথক দুই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা সভা আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওই দুই এলাকায় ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল। অন্যদিকে একই সময়ে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে ছিল সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের জনসভা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission