• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোটের আগমুহূর্তে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ২০:০৩
ভোটের আগমুহূর্তে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু
ছবি : আরটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বাঁশি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে সরে আসার খবর নিশ্চিত করেন এ স্বতন্ত্র প্রার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে রিন্টু আনোয়ার জানান, বিগত ১০-১২দিন দাগনভূঞা-সোনাগাজী এলাকার বহু স্থানে ভোটার, সুশীল সমাজ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

রিন্টু আনোয়ার বলেন, স্থানীয় জনগণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচন ব্যবস্থার প্রতিও তাদের কোনো বিশ্বাস নেই। গণতন্ত্র সচেতন এই এলাকার মানুষ মনে করে, গণতন্ত্রকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাতে এখন আর তারা আস্থা রাখতে পারছে না। ‘আমার ভোটের কোনো মূল্য নেই’- এমন ভাবনা মনের মধ্যে আসন করে নিয়েছে। এটি গণতন্ত্রের জন্যে অশনি সংকেত। আমি গণসংযোগে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি কিন্তু মানুষ ভোট দিতে যাওয়ার জন্য রাজি নয়। তারা বলছে, ভোট দিয়ে কি হবে? এমপিতো নির্ধারণ হয়ে আছে। মোট কথা এখানে বার বার ‘নির্বাচন ফেনী স্টাইল’ মঞ্চায়ন হওয়ার কারণে ভোটের প্রতি মানুষ পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। ফলে, যে জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয় না, সেই জনপ্রতিনিধি আমি হতে চাই না।

রিন্টু আনোয়ার আরও বলেন, আমার মার্কা বাঁশির হুইসেলে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) এলাকায় আমি সম্প্রীতির বার্তা দিয়েছি। অন্যায়ের বিরুদ্ধে বাঁশিতে ফুঁ দিয়ে এলাকার বিবেকবান সচেতন মানুষদের সজাগ করার চেষ্টা করেছি। এ চেষ্টায় ব্যাপক সাড়াও মিলেছে। এতে মহলবিশেষের গাত্রদাহ দেখা দিয়েছে। তাছাড়া এখানে নির্বাচন মানে শুধু ফলাফল ঘোষণার পালা। এমন নির্বাচনে থাকা মানে তথাকথিত ‘ডামি’ নির্বাচনকে সহায়তা ও সমর্থন করা, যা আমি করতে চাই না। সাধারণ মানুষের মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জানমালের নিরাপত্তার স্বার্থে এই দ্বাদশ সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। অর্থাৎ আমি এই তথাকথিত ‘ডামি’ নির্বাচনে অংশ নিচ্ছি না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
বয়স ১৮ হলেই ভোটার করে নেবে ইসি
খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি
ফ্রান্সে অনাস্থা ভোটে হেরে মিশেল বার্নিয়ে সরকারের পতন