• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী’ 

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬
ছবি : সংগৃহীত

রংপুর-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে সহিংসতার খবর পাইনি। সবাই ভোট দিতে আসছেন। জয়-বিজয়ের ব্যাপারটা তো আছেই তবে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। আশা রাখছি জনগণ আগেও আমাকে নির্বাচিত করেছেন এবারও নির্বাচিত করবেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে ভোট প্রদান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মশিউর রহমান রাঙ্গা বলেন, ভোটে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনেকরি, বাকিরা সবাই অংশগ্রহণ করেছে। মানুষ আশ্বাস দিয়েছে। আমি বিপুল ভোটে জয়লাভ করার আশা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাঙ্গল এক ভোটে জিতলেও সেটার উত্তর লাঙ্গল দেবে। ঢাকায় থেকে যদি এক ভোটে জেতা যায় তাহলে রংপুরে আসার দরকার কী। ঢাকায় থেকে তার একটা ভোট দিয়েই জিতে যেত। এটা হয়তো তারা এমনি বলেছেন।

এদিকে সকাল থেকে ঘন কুয়াশার কারণে রংপুর-১ আসনে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জি এম কাদেরকে পা ছুঁয়ে সালাম করলেন রাঙ্গা
উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত
স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন নাসরিন
উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আটক ৮