• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ফেনীতে জাল ভোটের অভিযোগে আটক ১৪

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:২১
ফেনী
ছবি- সংগৃহীত

ফেনীর সোনাগাজীর নবাবপুর অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার আমির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ে জাল ভোটের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ বলেন, প্রিজাইডিং অফিসার উপরের নির্দেশে জাল ভোট দিচ্ছে। প্রতিবাদ করলে উত্তেজনা দেখা দেয়।

এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আমির হোসেন জানান, অল্পের জন্য রক্ষা পেলাম। আমার গায়ে হাত তুলতে উদ্যত হন তিনি। আমি ৩৬ বছর যাবত ভোটের দায়িত্ব পালন করেছি। কখনো এ পরিস্থিতির শিকার হইনি।

ফেনী ৩ আসনের তৃণমূলের প্রার্থী সোনালী আশ প্রতীকের আজিম উদ্দিন জানান, প্রায় প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও অনিয়মের হচ্ছে।

এদিকে সোনাগাজী ও ফুলগাজী, ছাগলনাইয়াতে জাল ভোট ও অনিয়মের অভিযোগ ১৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জাকির হাসান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক
যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফেনীতে একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩