কুমিল্লা-৮ আসনে প্রথমবার নির্বাচিত নৌকার শফিউদ্দিন
কুমিল্লা ৮ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন ২ লক্ষ ৭২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এইচ এম এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট।
রোববার (৭ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, কুমিল্লা ৮ আসনে বিজয়ী নৌকার প্রার্থী আবু জাফর শফি উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এইচ এম এম ইরফান। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট। অন্যান্য প্রাথীদের মধ্যে শরীফুল ইসলাম (গোলাপ ফুল) ৩ হাজার ৪১১ ভোট, মাসউদুল আলম (মোমবাতি) ২ হাজার ৭৫৬ ভোট ও মোজাম্মেল হক বশির (একতারা) ২ হাজার ৫০৬ ভোট পেয়েছেন। এ আসনে মোট প্রার্থী ছিল ১১ জন।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ ৪৯ হাজার ৩৯৬ জন। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার পরও ভোট পড়েছে ২ লক্ষ ১৮ হাজার ১২২টি। অর্থাৎ মোট ভোটের ৬২.৪২ শতাংশ নির্বাচনে ভোট দিয়েছে।
মন্তব্য করুন