• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই : নূর

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৪, ১৩:১৮
ছবি : সংগৃহীত

বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য।


দ্বাদশ জাতীয় সংসদে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে বাকের ভাই খ্যাত এই অভিনেতা বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরও বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন নির্বাচন কমিশন শপথ নিতে যাচ্ছে রোববার
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর
সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে
সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার