ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিএনপি নেতা কাইয়ুম মালয়েশিয়ায় আটক

আরটিভি নিউজ

রোববার, ১৪ জানুয়ারি ২০২৪ , ০৮:৩৬ এএম


loading/img
ফাইল ছবি

অবৈধভাবে অবস্থানের অভিযোগে বিএনপি নেতা এম এ কাইয়ুমকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে অভিবাসন আইনের আওতায় তাকে আটক করা হয়।

 

কাইয়ুম কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন। 

বিএনপির এই নেতা ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় অভিযুক্ত। ২০১৫ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় থাকা কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম বলেন, জুমার নামাজ শেষে বাসায় ফিরে গাড়ি পার্ক করার সময় পুলিশ এসে তাকে থানায় যেতে বলে। পরে আমি থানায় গিয়ে তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে এসেছি।

 

পুলিশ বলছে, অবৈধভাবে অবস্থানের কারণে তাকে আটক করা হচ্ছে। কারণ, তার পাসপোর্ট বাতিল হয়েছে। সোমবার আইনজীবীকে নিয়ে স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শামীম আরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |