• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বিএনপি নেতা কাইয়ুম মালয়েশিয়ায় আটক

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬
বিএনপি নেতা কাইয়ুম মালয়েশিয়ায় আটক
ফাইল ছবি

অবৈধভাবে অবস্থানের অভিযোগে বিএনপি নেতা এম এ কাইয়ুমকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে অভিবাসন আইনের আওতায় তাকে আটক করা হয়।

কাইয়ুম কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন।

বিএনপির এই নেতা ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় অভিযুক্ত। ২০১৫ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

মালয়েশিয়ায় থাকা কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম বলেন, জুমার নামাজ শেষে বাসায় ফিরে গাড়ি পার্ক করার সময় পুলিশ এসে তাকে থানায় যেতে বলে। পরে আমি থানায় গিয়ে তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে এসেছি।

পুলিশ বলছে, অবৈধভাবে অবস্থানের কারণে তাকে আটক করা হচ্ছে। কারণ, তার পাসপোর্ট বাতিল হয়েছে। সোমবার আইনজীবীকে নিয়ে স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শামীম আরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যাওয়া হলো না বিল্লালের
ক্রিপ্টো কারেন্সিকে জাকাতের অন্তর্ভুক্ত করল মালয়েশিয়া
এবার মালয়েশিয়ার নম্বর থেকে হুমকি, শাহজালালে নিরাপত্তা জোরদার
আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা মালয়েশিয়া গমনেচ্ছুদের