• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

‘পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে কদমবুসি করতে গেছেন’

আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০২
জোনায়েদ সাকি
ছবি : সংগৃহীত

ক্ষমতা নবায়ন করার সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের দিল্লিতে কদমবুসি করতে গেছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘ক্ষমতা নবায়ন করার সঙ্গে সঙ্গে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে কদমবুসি করতে গেছেন। দিল্লিতে গিয়ে তারা যে ক্ষমতায় আছেন, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গেছেন। এ জন্য ভারত আজকে আমাদের দেশের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে দাবি করছে। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘টাঙ্গাইল শাড়ি খুবই ক্ষুদ্র একটা ইস্যু। আমরা তো অনেক বড় ইস্যুর সমস্যা সমাধান করে ফেলেছি।’

তিনি বলেন, ‘ভারতের কাছে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) বাংলাদেশের কোনো স্বার্থের প্রশ্ন বলতে পারেননি। সীমান্তে আমাদের বিজিবি হত্যা করা হয়, কিন্তু প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আজকে আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যের স্বার্থ, বাংলাদেশের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যতরকম স্বার্থ আছে, সেগুলো তিনি বলতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এর আগে জান্তা সরকার সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হামলা চালিয়েছে। এর ফলে ২০১৭ সালে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে হাজির হয়েছে। আজকে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো রোহিঙ্গা প্রত্যাবাসন করা।’

জোনায়েদ সাকি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে যেভাবে আন্তর্জাতিকীকরণ করা দরকার ছিল, এ সরকার তার কিছুই করতে পারেনি। রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ভারত, চীন এমনকি রাশিয়াও মিয়ানমারের পক্ষে থাকে। কিন্তু তারা বাংলাদেশের পক্ষে থাকে না।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ
আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি
দিল্লিতে শেখ হাসিনা, তলানিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক: এবিসি
দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি-লাহোরের পরই ঢাকা