• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

‘গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, শিশুরা অনাহারে মারা যাচ্ছে’

আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ০৮:৪৬
‘গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, শিশুরা অনাহারে মারা যাচ্ছে’
ফাইল ছবি

দখলদার ইসরায়েলের হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শিশুরা ভয়াবহ মাত্রায় অপুষ্টির শিকার হচ্ছে। তারা অনাহারে মারা যাচ্ছে।

বুধবার (৫ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

তিনি বলেন, গাজায় স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হাসপাতালেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের এমন আগ্রাসনে গাজায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতোটাই অমানবিক যে, সেখানে অনাহারে শিশুরা মারা যাচ্ছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় খাবারের অভাবের ১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং উত্তর গাজায় শিশুরা ভয়াবহ মাত্রায় অপুষ্টির শিকার হয়েছে। হাসপাতালগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।

এর আগে, জাতিসংঘ বলেছিল, গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য। গাজার উত্তরাঞ্চলে দুই বছরের কম বয়সী প্রতি ছয়জন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে সাড়ে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০৬০২