• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সরকার রোজাদারদের উপহাস করেছে : রিজভী

আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২৪, ১৫:০৮
সরকার রোজাদারদের উপহাস করেছে : রিজভী
ফাইল ছবি

নিম্নমানের পচা খেজুরের দাম নির্ধারণ করে সরকার রোজাদারদের উপহাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, রমজান মাসে ইফতারের সময় খেজুর খাওয়ায় ধর্মীয় অনুভুতি কাজ করে। অথচ একজন ডামি মন্ত্রী ইফতার নিয়ে জনগণকে উপদেশ দিচ্ছেন। এরা রোজাদার মানুষদের নিয়ে মশকরা করছেন।

তিনি বলেন, রমজানের খেজুর আমদানির জন্য ভতুর্কি দূরে থাক, অথচ খেজুরকে বিলাসী পণ্য উল্লেখ করে খেজুর আমদানির ওপর শুল্ক আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। খেজুরের ওপর ভর্তুকি না দিলেও এই ডামি সরকার সোনালী ব্যাংক ও রূপালি ব্যাংককে শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, ঋণ খেলাপি, লুটেরা ও টাকা পাচারকারীদের বাঁচিয়ে রাখতে ভর্তুকি দিলেও মুসলমানদের ইফতার করার জন্য খেজুর আমদানির উপর ভর্তুকি দিচ্ছেন না। খেজুর আমদানির ওপর ভর্তুকি না দিয়ে উল্টো বেশি করে শুল্ক আরোপ কোনো সাধারণ অপরাধ নয়, রীতিমতো মহাপাপ।

রিজভী বলেন, শুধু খেজুর নয়, সরকারের সিন্ডিকেটবান্ধব লুটপাটের নীতি ও চরম ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছেন। বাজারে প্রতিটি পণ্যের দাম মানুষের আয় থেকে দুস্তর ব্যবধান।

রোজায় স্কুল খোলা রাখার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে ৯০ ভাগের বেশি মুসলমান। আগে রমজানে সব স্কুল-কলেজ কিংবা মাদরাসা বন্ধ থাকতো অথচ এবার ব্যতিক্রম। এই ডামি সরকার এবার রমজানের অর্ধেক মাস স্কুল-কলেজ, মাদরাসা খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে। তারা উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করছে।

বিএনপির মহাসচিব বলেন, সারাবিশ্বে দাম কমলেও বাংলাদেশে রমজানে পণ্যের দাম বাড়ে। দেশে জিনিসপত্র দাম বাড়া-কমার সঙ্গে সম্পর্ক আওয়ামী লুটেরাদের সঙ্গে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান