• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস

আরটিভি নিউজ

  ১৫ মার্চ ২০২৪, ১৭:৪৮
ছবি : সংগৃহীত

গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন ভোরে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে: ড. মাহাদী আমিন
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু