• ঢাকা শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
logo

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৫:২৬
খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) বাদ জোহর নয়াপল্টনের মসজিদে আয়োজন করা হয় এ দোয়া মাহফিলের।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, মাহবুবুল হক নান্নু আমিনুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে শুক্রবার (২২ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিসিইউতে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়াকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না: ফখরুল 
ভারতের সঙ্গে প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য: গয়েশ্বর
বিএনপির শিক্ষিত নেতারা অশিক্ষিতের মতো কথা বলছেন: পররাষ্ট্রমন্ত্রী
আ.লীগ এখন ভারতের সেবাদাস হিসেবে নিজেদের প্রমাণ করেছে: আব্বাস