• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৬:৪৪
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) বিকেল ৩টার পরে তিনি হাসপাতালে যান। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার ধরন সম্পর্কে এখনো কোনো কিছু আমরা জানতে পারিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আছেন।’

এর আগে শুক্রবার (২১ জুন) শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

এর আগে গত ২ মে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুলের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
বিএনপির সাবেক এমপি এস এ খালেক আর নেই
হাসপাতালের চারতলা থেকে লাফ দিলেন রোগী, এরপর যা ঘটলো