• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এমপি-মন্ত্রীদের বাড়ি-গাড়ির ওপর তৃণমূল কর্মীদের হক আছে: পলক

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ০১:৩৫
এমপি-মন্ত্রীদের বাড়ি-গাড়ির ওপর তৃণমূল কর্মীদের হক আছে: পলক
ছবি: সংগৃহীত

এমপি-মন্ত্রীদের বাড়ি, গাড়ি, অফিস সবকিছুর ওপর তৃণমূলের নেতাকর্মীদের হক বা অধিকার আছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২৮ জুন) বিকেলে নাটোরের সিংড়া খাদ্য গুদাম চত্বরে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, অনেকে চেয়ারম্যান, মেয়র, এমপি-মন্ত্রী হয়েছেন। আমাদের জীবনে যাদের গাড়ি ছিল না, চৌদ্দগোষ্ঠীর কেউ জীবনে নিজেদের গাড়ি চালাননি, আজকে শেখ হাসিনার কল্যাণে, আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে, আমরা নৌকা মার্কা নিয়ে এমপি-মন্ত্রী হয়েছি বলেই ট্যাক্স ফ্রি গাড়িতে চড়তে পারছি। সেই গাড়ি, বাড়ি, অফিস; সব কিছুর ওপরে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হক আছে, অধিকার আছে।

পলক বলেন, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন। প্রধানমন্ত্রী জীবনের পরোয়া করেননি। তার ওপর ২১ বার হামলা হয়েছে। বঙ্গবন্ধু যে নীতি ও আদর্শ রেখে গিয়েছেন, সেটা আমাদের আওয়ামী লীগ কর্মীদের চলার পথে পাথেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ এবং আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাঁথা। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে স্বাধীনতার সূর্য উদিত হয়। আওয়ামী লীগকে তিল তিল করে সংগঠিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেতার মৃত্যু আছে, আদর্শের মৃত্যু নেই। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং আত্মত্যাগের দৃষ্টান্তকে অনুসরণ করে আমরা দলকে সংগঠিত করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা হিসেবে ২৩১ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারের সদস্যদের হাতে ও প্রবীণ ৬৩ জন নেতার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানায় এসে কেউ যেন সেবাবঞ্চিত না হন: নতুন ডিএমপি কমিশনার
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী
আলোচিত সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার