• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

আ.লীগ এখন ভারতের সেবাদাস হিসেবে নিজেদের প্রমাণ করেছে: আব্বাস

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৮:৪৯
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। আওয়ামী লীগ আমলে এখন দেশ চোর-ডাকাতে ভরে গেছে। দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি। আওয়ামী লীগ এখন ভারতের সেবাদাস হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমাদের একমাত্র দাবি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করা জরুরি। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। অন্যদিকে খালেদা জিয়াকে ছাড়া গণতন্ত্র চলতে পারে না। আমরা দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ রাখুন। সুস্থ করে দিন। তার মুক্তির দাবিতে আরও কর্মসূচি আসবে।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘আওয়ামী লীগ ভারতের সেবাদাস নয়’ এমন কথার জেরে আব্বাস বলেন, অসম চুক্তির মাধ্যমে ভারতকে সবকিছু তুলে দিয়ে এখন অস্বীকার করছেন। আপনারা ভারতের সেবাদাস এটা প্রমাণ করে ফেলেছেন।

অভিভক্ত ঢাকার সাবেক এই মেয়র আরও বলেন, ‘আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না। একটি আরেকটির বিপরীত। দেশ ও গণতন্ত্রকে উদ্ধার করতে হলে চোর ডাকাতদের প্রতিহত করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, নিতাই রায়চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নুল আবেদিন ফারুক, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, অধ্যক্ষ সেলিম ভুইঁয়া, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, মজিবুর রহমান, আকরামুল হাসান মিন্টু, নিপুণ রায়চৌধুরী, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও যুবদলনেতা গিয়াস উদ্দিন মামুনসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা যুদ্ধে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না: মির্জা আব্বাস
দেশকে ভারতের ওপর নির্ভরশীল করার চক্রান্ত চলছে: ফখরুল
ফখরুলের চোখে অশান্তির আগুন: ওবায়দুল কাদের
বৃষ্টির মধ‍্যেই ময়মনসিংহে বিএনপির সমাবেশ শুরু