• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ছাত্রলীগের সম্মাননা প্রদান

আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ২২:৪৫
বাংলাদেশ ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য দুইজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট-২০২৪ এর পুরস্কার বিতরণী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

ব্যক্তিপর্যয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় ফেনীর মাহবুবা তাবাচ্ছুম ইমাকে সম্মাননা প্রদান করা হয়। আর যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় লালমনিরহাটের মো. স্বাধীন ইসলামকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া প্রাতিষ্ঠানিকভাবে মাদক প্রতিরোধে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘বাঁধন’কে সম্মাননা দেওয়া হয়।

‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবোই, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বোই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের পাশে থাকবে ছাত্রলীগ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ডলফিন, সম্পাদক তুহিন
নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দিচ্ছে ছাত্রলীগ
ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ