• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

ছাত্রদল নেতা রাসেলকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ২৩:৩৬
ছাত্রদল
ছবি সংগৃহীত

ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গত ১ জুলাই সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলকে আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান না পাওয়া যায়নি।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, রাসেলকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। তবে তার হদিস দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এ ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আতিকুর রহমান রাসেলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের তারেক ভূতে পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে: রিজভী
প্রতিটি হামলার বিচার হবে: রিজভী
কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি: কাদের