• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন: সাকি

আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ১৪:৫২
সাকি
ফাইল ছবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ভারতের জোরেই আওয়ামী লীগ ক্ষমতায়, জনগণের নয়। দেশটির তাঁবেদারি করছে সরকার।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

ক্ষমতার বিনিময়ে ভারতকে কী কী বিলিয়ে দেয়া হচ্ছে প্রশ্ন করে সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জানতে চাই। সরকারি মদদেই বিদেশি ঋণের টাকা লুট চলছে আর সেই ঋণ শোধ করছে জনগণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফরে যাচ্ছেন। এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে।

সভায় বক্তারা হুংকার দিয়ে বলেন, গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে। তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা সরকারের নতজানু পররাষ্ট্র নীতির প্রমাণ।

ভারতের সঙ্গে রেল ট্রানজিট প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। ট্রেনে নিত্যপণ্য নাকি অস্ত্র পরিবহন করবে ভারত এমন প্রশ্ন রাখেন এই নেতা।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় বিচার পাইনি: জোনায়েদ সাকি
নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বাধা নেই
মিছিল নিয়ে গণসংহতিকে বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে দেয়নি পুলিশ