• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

সাংবাদিককে লাঞ্ছিত করায় আ.লীগ নেতা রাসেলকে শোকজের নির্দেশ

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২৪, ১৮:৩৫
ছবি : সংগৃহীত

সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহমুদুল আসাদ রাসেলকে শোকজ করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি রাসেলকে ধানমন্ডি দলীয় সভানেত্রীর ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

এর আগে, সোমবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রফিকুল ইসলামকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল।

এ ঘটনায় আওয়ামী বিটে কর্মরত ক্ষোভ জানালে ওবায়দুল কাদের দু:খ প্রকাশ করেন এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিযুক্ত মাহমুদুল আসাদ রাসলকে শোকজ করতে নির্দেশ দেন।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মতিয়া চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা চন্দন গ্রেপ্তার
নতুন বাংলাদেশে আ.লীগ নিষিদ্ধ করতে হবে: নুর
আওয়ামী লীগপন্থী বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্টে বিক্ষোভ