• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এখনও হাজারও আজিজ-বেনজীর রয়ে গেছে: রিজভী

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ১৬:৪৩
এখনও হাজারও আজিজ-বেনজীর রয়ে গেছে: রিজভী
ফাইল ছবি।

দুর্নীতি করা এমন হাজারও আজিজ-বেনজীর এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আজিজ, বেনজীর, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হয়েছে। কিন্তু এখনও রাঘব বোয়ালদের নাম আসেনি। হাজারও আজিজ-বেনজীর এখনও রয়ে গেছে।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন।

রিজভী বলেন, ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে এই দেশকে মুক্ত করতে হবে।

কোটা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালে তিনি (শেখ হাসিনা) কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিল। কিন্তু এই সরকার আদালতের মাধ্যমে আবার কোটা বহাল করলেন। শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি বীরের দল: ডা. জাহিদ হোসেন
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
নতুন ইসিদের কথা কম বলে কাজ বেশি করতে হবে: আলাল
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত