• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

ছাত্রলীগ-পুলিশ মিলে ছাত্রদের হত্যা করেছে: ফখরুল

আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২৪, ০০:৩৮

ছাত্রলীগ ও পুলিশ ঠান্ডা মাথায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭ ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছিল, আজ আওয়ামী লীগ তা করছে।


মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ ও হতাহত ইস্যুতে গুলশানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে ফখরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনাতে হবে এবং হত্যার দায় সরকারকেই নিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, এ আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থীদের। তবু ছাত্রদের রক্ষায় বিএনপি জোরালো আন্দোলন গড়ে তুলবে।

কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ছাত্রদের আন্দোলন দমাতেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এ আন্দোলন দমানো যাবে না।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনের ব্যবস্থা: ফখরুল
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে রিটে পক্ষভুক্ত হলেন ফখরুল
পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে মির্জা ফখরুলের আবেদন
রাষ্ট্রপতি ইস্যুতে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না: মির্জা ফখরুল