• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ড. ইউনূস: নানক

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ২১:৩৮
১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ড. ইউনূস: নানক
ফাইল ছবি।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ড. মুহাম্মদ ইউনূস ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৪ জুলাই) মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নানক বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই মূলত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কোটা সংস্কার ইস্যুতে চলমান ঘটনা নিরসনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে ড. ইউনূস রাষ্ট্রদ্রোহিতা করেছেন।

তিনি বলেন, আমি পত্রিকায় ড. ইউনূসের একটি বিবৃতি দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা গেছেন বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন। বিশ্ব নেতাদের এ ব্যাপারে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি
সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান
দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন ফাহিম
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা জানাল বিসিবি