বিএনপির বিশেষ নির্দেশনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ , ০৩:৪৬ এএম


বিএনপির বিশেষ নির্দেশনা
ফাইল ছবি

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নানাভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৮ জুলাই) দলের সামর্থ্যবান নেতাকর্মী ও সমর্থকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে। 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাধারণ শিক্ষার্থী বা দলীয় নেতাকর্মী যে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পরিবারের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।’    

বিজ্ঞাপন

দলটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি সাধ্যমতো চেষ্টা করছে। এরই মাঝে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা ডা. ফরহাদ হালিম ডোনার ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়িয়ে-ই যতটুকু সম্ভব কাজটা করতে হচ্ছে।’ 

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর তাইফুল ইসলাম টিপু বলেন, ‘হতাহত, গ্রেফতার ও নিখোঁজ নেতাকর্মীদের বিষয়ে তালিকা পাঠানোর জন্য সাংগঠনিক ইউনিট কমিটিকে বলা হয়েছে। এর মধ্যে অনেক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়েছে, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।’ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission