• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না: ফখরুল

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৬:৫০
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না: ফখরুল
ফাইল ছবি

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এই শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বর্বর ও অবৈধ। তারা সভ্য মানুষের উপদেশ কখনই গ্রহণ করবে না। কারণ তারা গণহত্যা চালিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, আওয়ামী ও তাদের সংশ্লিষ্টরা প্রতিনিয়ত মিথ্যাচারে আশ্রয় নিচ্ছে। তারা বলছে, তৃতীয় শক্তি নাকি গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বের মানুষ দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারপরও সরকার শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে।

বিএনপি এই নেতা বলেন, কারও কোনো পরামর্শ কর্ণপাত না করে এই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মামলা, হামলা, দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। গতকালও ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেপ্তার চালিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বের মানুষ দেখেছে, আবু সাঈদকে পুলিশ সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করেছে। অথচ সেই মামলায় জেলে পাঠানো হয়েছে একাদশ শ্রেণির ছাত্র আলিফ শাহরিয়ার মাহিমকে।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমনপীড়ন চালিয়েছে। দেশজুড়ে খুনি সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে। নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ ততই দুর্বার হবে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এই শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীদের প্রতি খুনি সরকারের অন্যায় ও বেআইনি হুকুম, আদেশ, নির্দেশ, চাপ উপেক্ষা করে ছাত্র-জনতার বিরুদ্ধে দমনপীড়ন থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আগুন, যা বললেন মির্জা ফখরুল
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক