• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

রাজনীতি থেকে জামায়াত অত সহজে বিদায় নেবে না: মেনন

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৯:৫৪
ছবি: সংগৃহীত

রাজনীতি থেকে জামায়াত অত সহজে বিদায় নেবে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, রাজনীতি থেকে জামায়াত অত সহজে বিদায় নেবে না। বাংলাদেশের স্বাধীনতার পরে তারা তো ব্যান ছিল। জিয়াউর রহমানের কাঁধে ভর করে পুনরুজ্জীবিত হয়েছে।

তিনি বলেন, আমরা ৯০ এর অভ্যুত্থান থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের কথা বলে আসছি। আরও আগেই তাদের নিষিদ্ধ করার দরকার ছিল। তাহলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না। সারাদেশ থেকে লোকজন নিয়ে এসে ছাত্র আন্দোলনের মাথার ওপর বসে এগুলো করতে পারতো না তারা।

মেনন বলেন, সাধারণ শিক্ষার্থীরা বলেছেন তারা কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন না। কিন্তু ঘটনাগুলো প্রমাণ করছে শিবিরের ক্যাডাররা সারাদেশ থেকে সংঘটিত হয়ে ঢাকায় এসেছিল।

অন্য রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতে ইসলামী রাজনীতি করার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , সেটা তাদের বিষয়। সরকারি যে আইন আছে সেই আইনে যদি তারা করতে চায় করতে পারবে না কেন।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে কি সরাসরি রাজনীতি না করে টিকে থাকা যায়? 
শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিহিংসার রাজনীতি: মামুনুল হক
হামাস সংশ্লিষ্ট সন্দেহে জার্মানিতে ইসলামিক কেন্দ্র নিষিদ্ধ
বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না: হাসনাত