• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

মিরপুর-১০ যুবলীগের দখলে

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১২:১২
ফাইল ছবি

এক দফা দাবিতে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। তবে মিরপুরের রাস্তাঘাট দখলে নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

রোববার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর ঘুরে দেখা গেছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করছে।

এর আগে শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন আন্দোলনের একাধিক সমন্বয়ক।

এতে রোববার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এতে আরও জানানো হয়, কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বানও জানানো হয়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগ দিয়েই ছাত্র আন্দোলনে শহীদ গণির বাড়িতে ছুটে গেলেন ডিসি
বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রনি
শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’
‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’