• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১২:২৯
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন রোববার (৪ আগস্ট) ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডেসহ সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে।

রোববার (৪ আগস্ট) সকাল ৮টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মাত্র কয়েকজন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে দেখা যায় নেতাকর্মীদের।

তারা বলছেন, কোটা আন্দোলনকারীরা এখন সরকারের পদত্যাগ চাইছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত।

তবে সকাল ১০টা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের কাউকে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়নি। এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি।

অন্যদিকে ধানমন্ডির রাসেল স্কয়ার, ফার্মগেট, পান্থপথ, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে এবং অবস্থান করতে দেখা গেছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি মমতাজসহ আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে আ.লীগের ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম
মমতাজসহ আ.লীগের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা