• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

আ.লীগের ধানমন্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৭:২৫
আ.লীগের ধানমন্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এবং আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, শেখ হাসিনার কার্যালয়ে ও রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়ও হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

এদিকে, এদিন দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। এই খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় গণভবনে ঢুকেও লুটপাট করা হয়।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বাংলাদেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

বৈঠকে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আওয়ামী লীগপন্থী’ অভিযোগে বের করে দেওয়া হলো মাউশির পরিচালককে
সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার গুদামে আগুন
রংপুরে রিমান্ড শেষে কারাগারে আওয়ামী লীগ নেতা
আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে: রিজভী