• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৪
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়
ফাইল ছবি

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৫ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয় বলেন, এত কঠোর পরিশ্রমের পরও তার (শেখ হাসিনা) বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত।

তিনি আরও বলেন, মা (শেখ হাসিনা) রোববার থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এবং পরিবারের চাপে নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন।

জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ।

এর আগে, এদিন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বর্তমানে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে যা বললেন মৌসুমী
শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’
শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা