• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

জনগণকে আশাহত করবেন না, সেনাপ্রধানকে গয়েশ্বর

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৭:২৫
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের পথে উত্তরণের জন্য সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি, আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে বিনা শর্তে আপনাকে বিশ্বাস করেছি। তাই জনগণকে আশাহত করবেন না।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, আমাদের চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশে এখনও কোনো সরকার নাই। আমাদের সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এখন একটি সরকার উপহার দিতে হবে।
তিনি বলেন, সরকারে কে আসবে না আসবে সেটা আমাদের বিষয় নয়। কারণ, একটি সরকার দরকার। সরকার ছাড়া দেশ চালানো সম্ভব নয়। সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে।

সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যেহেতু আপনাদের মানুষ বিশ্বাস করে, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন জনগণের ভোটের অধিকার দিতে হবে। কে প্রধান উপদেষ্টা হবে-সেটা নিয়েও আমাদের মাথাব্যথা নাই। আমাদের মাথাব্যথা একটাই, নির্বাচন দিতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যেমে একটি সরকার গঠন করতে হবে।

বিএনপির স্লোগান নিয়ে তৃতীয় পক্ষ বিভিন্ন জায়গায় হামলা করছে বলে অভিয়োগ করেন গয়েশ্বর। তিনি বলেন, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মা রয়ে গেছে। ষড়যন্ত্র এখনও রয়ে গেছে। চোখ-কান খোলা রাখতে হবে। এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির এ জ্যৈষ্ঠ নেতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি। তাকে আজ আমরা মুক্ত দেখতে পাচ্ছি, আপনাদের অবদানে।

এ সময় পুলিশকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, আপনারা সবাই তো খারাপ কাজ করেন নাই। আপনারা কেন ভয় পান। যারা খারাপ কাজ করেছে তারা ভয় পেতে পারে। তাদের বিচার করতে হবে। প্রশাসনের যারা অপরাধ করেন নাই, তারা জনগণের সঙ্গে থাকেন।

বিকেল পৌনে ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশ শুরুর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনগুলোতে অন্যায়কারীদের শাস্তির সুপারিশ করা হবে: বদিউল আলম মজুমদার
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে