জনগণের স্বার্থে কোনো আপস করা যাবে না: আমির খসরু
জনগণের স্বার্থে কোনো আপস করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর নায়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, নতুন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। সমগ্র জাতির জন্য কাজ করতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না। সবার চিন্তাভাবনার প্রতিপালন করাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার সকলকে সমানভাবে দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি ও সাংবিধানিক অধিকার সব নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। কোনো মহলের স্বার্থের প্রতিফলন ঘটানো যাবে না।
সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিভিন্ন যায়গা থেকে হামলার অভিযোগ আসছে। বহু লোক এখন খোলস পাল্টে সুযোগ-সুবিধা নিতে চাইবে। সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। প্রতিনিয়ত দোয়া করতাম ফেসিবাদ থেকে দেশনেত্রী ও দেশের মানুষকে মুক্ত করার। আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করে নিয়েছে। নেতাকর্মীরা এখন শান্তিতে ঘরে ঘুমাতে পারছে।
মন্তব্য করুন