• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গীরা: ইন্ডিয়া টুডে

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ১৮:০১
ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গীরা: ইন্ডিয়া টুডে
ফাইল ছবি।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার সঙ্গীরা। তাদের মধ্যে অনেকেই ভারত ছেড়ে নতুন গন্তব্যে যেতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অভ্যুত্থান থেকে পালিয়ে ভারতে পৌঁছানো শেখ হাসিনার টিমের সদস্যরা নতুন গন্তব্যে যেতে শুরু করেছেন। শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে একটি বিমানে গত ৫ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল তারা পুরোপুরি বিপাকে পড়েছিল। কারণ, গণভবনে প্রবেশকারী জনতার হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তাড়াহুড়ো করে বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা ও তার সহযোগীরা অতিরিক্ত কাপড় বা দৈনন্দিন ব্যবহারের সামগ্রীও সঙ্গে আনতে পারেননি।

ইন্ডিয়া টুডে জানায়, শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত তাকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতীয় নিরাপত্তা কর্মী এবং প্রোটোকল অফিসাররা সফরসঙ্গীদের মানসিক চাপ ও ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ১৮ ঘণ্টা নয়, যুক্তরাষ্ট্র থেকে ভারত আসতে লাগবে ৩০ মিনিট
২ বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
মণিপুরে আবারও উত্তেজনা, ৬ মরদেহ উদ্ধার
শেখ হাসিনাকে যেভাবে দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন চিফ প্রসিকিউটর