• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ২০:৫৮
গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলন ঘিরে গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি।

শনিবার (১০ আগস্ট) রাতে রাজধানী গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সাম্প্রতিক সহিংসতা ও আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দ্বারা সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এ জন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যেসব সংঘর্ষ হচ্ছে, তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয়।

বিদেশি কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন হামলা হলেও সেগুলো সাম্প্রদায়িক হামলা নয়। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে।

মির্জা ফখরুল বলেন, বিপ্লবের পরে কিছু সমস্যা থাকতেই পারে। তবে অন্তবর্তী সরকার আন্তরিকভাবে কাজ শুরু করেছে এ কাজ জাতির কাছে আশার সৃষ্টি করছে।

এ সময় প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের জন্য যা করণীয় সব করবে’
নড়াইলে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সংস্কার বিষয়ে ৬ কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি