ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত

আরটিভি নিউজ

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৫:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত


রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) বিকেল পৌনে ৫টায় বৈঠক করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দিয়ে আলোচনা শুরু হয়। সোমবার বিকাল ৩টায় যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নিতে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এসেছি। এখানে অনেক বিষয়ে আলোচনা হবে। আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে, দেব। আসলে এটা একটা সৌজন্য সাক্ষাৎ।’

জানা গেছে, সন্ধ্যায় ৬টায় আরও চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি  এবং গণঅধিকার পরিষদের উভয় অংশ আলোচনায় অংশ নেবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |