• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

দুষ্কৃতকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে পারবে না: ফখরুল

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ২০:২০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

কিছু দুষ্কৃতকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, কিন্তু তারা সেটা পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কিছু দুষ্কৃতকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তারা সেটা পারবে না। শত চেষ্টা করেও চক্রান্তকারীরা সম্প্রীতি নষ্ট করতে পারেনি।

তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করা হবে। সে সুযোগ এখন এসেছে। ওনাদের (সংখ্যালঘু) সমস্যাকে আমাদের সমস্যা মনে করে যেই সরকারই আসুক সেই দাবি ও সমস্যাগুলো নিয়ে কথা বলব। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, অতীতের কথা ভুলে গিয়ে একসঙ্গে সবাই মিলে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা শান্তি ও স্বস্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন সবাই।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ সমাবেশ থেকে ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান
আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির: ফখরুল
সমাবেশের পর র‌্যালির তারিখও পেছাল বিএনপি
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি