• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে ইসলামী আন্দোলন

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ২১:৫৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আনসার বাহিনীর কতিপয় দুর্বৃত্তদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর খোঁজ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকায় সিএমএইচ হাসপাতালে দেখতে যান দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। ইউনুছ আহমাদ বলেন, পরাজিত শক্তিগুলো এখনও বহুবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশ ও মানবতাবিরোধী চক্রান্ত কঠোর হস্তে দমনে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে হামলায় জড়িত দুর্বৃত্ত আনসারদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ছাত্রনেতা ইমরান হোসাইন নূর ক্যান্টনমেন্ট থানা সভাপতি আমিনুল হক তালুকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের ত্রাণ সহায়তা, খরচ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
হোটেল থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি
রাষ্ট্র পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
মঙ্গলবারের কর্মসূচি নিয়ে যে বার্তা দিলেন হাসনাত