• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে: মান্না 

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৮:২১
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে: মান্না 
ছবি: সংগৃহীত

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে গুম হওয়াদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর অনেকেই বাংলাদেশ স্বাধীন বলে আখ্যায়িত করছেন। কিন্তু গুম হওয়া ব্যক্তিদের ফিরে না পেলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন। এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। আয়নাঘর নিয়ে গণশুনানির আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানাভাবে আমাদের বাধা দেওয়া হয়েছে। তবে, আমরা চাই, এখন গণশুনানির আয়োজন হোক।

মাহমুদুর রহমান মান্না বলেন, গুমসহ অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তির বিচার নিশ্চিত করতে হবে। আর তারা কেবল মানুষ গুম করেনি, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করে দিয়েছিল।

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে গুম হওয়ার যত খবর আছে, সবগুলো প্রকাশ করুন। যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা চাই দ্রুত সংস্কার শেষ করে ভোট হোক: মান্না
আয়নাঘরে গিয়ে যা দেখল গুম কমিশন
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না