বিএনপি আঁতাতকারী দল নয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা অনেককেই অনেকসময় আঁতাত করতে দেখেছি। আমরা সেই আঁতাতকারী দল নই। ১৬ বছর আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেলেও সেই দেয়ালকে আমরা পেছনে ফেলে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার দল। সুতরাং, এই সামগ্রিক একটি বিজয়ের মধ্যে আপনারা যে বিভেদ-বিভাজনের চেষ্টা করছেন, এটা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজকে যারা ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে খণ্ডিত করার চেষ্টা করছেন, নানানভাবে বিভাজনের চেষ্টা করছেন, তাদেরকে বলছি, এই দল (বিএনপি) প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্বদানকারী দল।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-শ্রমিকের আত্মদানে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের কোনোভাবেই তাদের অবদানকে খাটো করা যাবে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন