• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বহিষ্কৃত ছাত্রনেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৭

চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতা ওবায়দুল ইসলাম সৈকতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ সেপ্টেম্বর) কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫ থেকে ২০ জনকে নিয়ে পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে তারা।

ওই অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর মামলা করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
ফারুক হাসান ছাত্রদল নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন: জাতীয় বিপ্লবী পরিষদ
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ