আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে: ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
এতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে কে বা কারা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগে অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন কর্মকর্তা আশিকুর রহমানকে জোরপূর্বক পুনরায় দায়িত্বে বসানোর পেছনে আমার ইন্ধন রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে আসছে। কিন্তু এ ধরনের অপকর্মে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নেই।
এতে আরও বলা, আমার নাম ভাঙিয়ে সংঘবদ্ধ একটি চক্র এমন অপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা আমার নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমার নাম ব্যবহার করে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন