• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চিকিৎসা শেষ, রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০
মির্জা ফখরুল
সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে দেশে ফিরছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তার। চিকিৎসা শেষে সাত দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন ফখরুল।

এর আগে ১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগস্ট রাহাত আরা বেগম অসুস্থ হয়ে সিঙ্গাপুর আগেই গেছেন। একই সঙ্গে মহাসচিবেরও যাওয়ার কথা ছিল। কিন্তু দেশে বন্যা পরিস্থিতি ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেন তিনি।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিএনপি সংস্কারও চায়, দ্রুত নির্বাচনও চায়: মির্জা ফখরুল
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল